Blog
Month: February 2022
মানুষের স্কিনের ভিন্নতার অলৌকিক ব্যাখ্যা
চলুন জেনে নেই মেলানিন সম্পর্কে দারুন সব তথ্য
গায়ের বর্নের সকল মিরাকেল এর মাঝেই সীমাবদ্ধ।
🔰✅ মেলানিন (Melanin) Pigment Cell মানে রংগক কোষ, যা আমাদের মানব দেহের দ্বিতীয় স্তরে থাকা Dermis Layer এ বিদ্যমান থাকে।
🔰✅ আমরা জম্নগ্রহন করার সময় যে পরিমান মেলানিন পেয়ে থাকি, তার উপর নির্ভর করেই আমাদের গায়ের বর্ন নির্ধারন হয়, যা সরাসরি আল্লাহ্ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। সেকারনেই বর্তমান পৃথিবীতে থাকা ৭ বিলিয়ন মানুষের গায়ের বর্নে রয়েছে ভিন্নতা, যা আসলেই মহান আল্লাহর একটা দারুন মিরাকেল।
🔰✅ সুতরাং এই চমৎকার নিদর্শনকে নিয়ে ছেলেখেলা করা উচিৎ নয়।
🔰✅ বর্তমানে বিভিন্ন স্যোশাল মিডিয়াতে দ্রুত ফর্সাকারি ক্ষতিকর অনেক ক্রিম এবং লোশনের রমরমা বিজ্ঞাপনের ফাঁদে পড়ে বহু মানুষ এই নেয়ামতকে নিয়ে ছিনিমিনি খেলতে গিয়ে নিজেদের মুল্যবান স্কিন এবং শরীরকে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে।
🔰✅ অথচ বৈজ্ঞানিকভাবে এরকম ফর্সা বা কালো বর্নের শরীর সাদা করে ফেলার কোন সঠিক ব্যাখ্যা এখনো পর্যন্ত আবিষ্কার করেননি।
🔰✅ কোন কসমেটোলোজিষ্ট অথবা ডারামাটোলোজিস্ট এধরনের কোন ব্যাখ্যা দেয়নি।
🔰✅ তাহলে কারো মিষ্টি কথায়, মিথ্যা আশ্বাস আর রমরমা বিজ্ঞাপনকে প্রাধান্য দিতে গিয়ে আপনি নিজেকে কেন অসুস্থদের তালিকায় লিপিবদ্ধ করছেন?
🔰✅ স্মার্টফোন হাতে থাকা স্বত্বেও কেনো গুগলে চেক করছেননা?
🔰✅ কেনো যাচাই বাচাই না করে দ্রুত ফর্সাকারি ক্ষতিকর ক্যামিকেলযুক্ত কসমেটিকসে আসক্ত হচ্ছেন?
🔰✅ আপনি কি জানেন?
এসমস্ত রং ফর্সাকারি ক্রিমে কি ধরনের ক্ষতিকর উপাদান থাকে? জেনে নিন তাহলে (মারকারী, পেরাভেন, হাইড্রোকুইনন এবং অতিরিক্ত ফ্রেগ্রেন্স)
এই ক্ষতিকর উপাদান কি ধরনের ভয়াভহতা আনতে পারেঃ
✅ আপনার স্কিনের সবচেয়ে প্রয়োজনীয় লেয়ার এপিডারমিস এবং ডারমিস লেয়ারকে ধ্বংস করে দিবে।
✅ যার ফলে ত্বকের মেলানিনের ভারসাম্যতা হারিয়ে মেছতা, পিগমেন্টেশন এবং ফ্রিকেলস হওয়ার সম্ভাবনা থাকে।
✅ আপনার স্কিনের রগ দেখা দিতে পারে।
✅ অতিরিক্ত মাত্রায় সেনসিটিভ করে দিবে, যার ফলে রান্নাঘরে অথবা চুলার কাছে গেলেই ত্বক জ্বালাপোড়া করবে।
✅ স্কিনে ছেলেদের মত লোমে ভরে যাবে।
✅ আপনার ত্বক স্তিতিশিলতা হারিয়ে আনইভেন হয়ে যাবে এবং ব্যাথাযুক্ত ব্রন হতে পারে।
✅ শরীরের বাইরের লেয়ারের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস এবং গর্ভধারণ ক্ষমতা নষ্ট করে দিতে পারে।
✅ এছাড়াও গর্ভবতী মহিলাদের বিকলাংগ সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে।
🔰✅ সুতরাং নিম্নমানের ক্ষতিকর কসমেটিকসে আসক্ত না হয়ে, গুনগত মানের কসমেটিকস যাচাই করে, সঠিক নিয়মে ব্যবহার করার মাধ্যমে স্কিনকে হেলদি রাখুন।
মাসুদ রানা (বিউটি এক্সপার্ট)